পরিচয়: পরলোকগত স্যার আর্থার কোনান ডয়েলের বিশ্ব-বিখ্যাত “শার্লক হোম্স্” গল্পগুলির নায়ক অবশ্য শার্লক হোম্স্ নিজেই। ঘটনা-বৈচিত্র্যে ও রহস্য বিশ্লেষণে এই গল্পগুলি ডিটেক্টিভ-সাহিত্যে শ্রেষ্ঠ স্থান অধিকার করিয়াছে। গল্পের নায়ক কাল্পনিক ব্যক্তি, কিন্তু বচনার গুণে মনে হয় যেন সত্য বৃত্তান্ত পড়িতেছি। শার্লক হোমসের পূর্বকথা এই। তিনি গোয়েন্দাগিরি ব্যবসায় সবেমাত্র আরম্ভ করিয়াছেন, এমন সময়ই ডাক্তার ওয়াট্সনের সঙ্গে পরিচিত হন। পরে এই পরিচয় অবিচ্ছেদ্য বন্ধুত্বে পাকিয়া উঠে। লণ্ডন শহরে বেকার স্ট্রীটে ২২১ বি নং বাটীতে উভয়ে একত্রে বাস করিতেন, এবং শার্লক হোম্স্ যখনই কোন গোয়েন্দাগিরি কার... See more
পরিচয়: পরলোকগত স্যার আর্থার কোনান ডয়েলের বিশ্ব-বিখ্যাত “শার্লক হোম্স্” গল্পগুলির নায়ক অবশ্য শার্লক হোম্স্ নিজেই। ঘটনা-বৈচিত্র্যে ও রহস্য বিশ্লেষণে এই গল্পগুলি ডিটেক্টিভ-সাহিত্যে শ্রেষ্ঠ স্থান অধিকার করিয়াছে। গল্পের নায়ক কাল্পনিক ব্যক্তি, কিন্তু বচনার গুণে মনে হয় যেন সত্য বৃত্তান্ত পড়িতেছি। শার্লক হোমসের পূর্বকথা এই। তিনি গোয়েন্দাগিরি ব্যবসায় সবেমাত্র আরম্ভ করিয়াছেন, এমন সময়ই ডাক্তার ওয়াট্সনের সঙ্গে পরিচিত হন। পরে এই পরিচয় অবিচ্ছেদ্য বন্ধুত্বে পাকিয়া উঠে। লণ্ডন শহরে বেকার স্ট্রীটে ২২১ বি নং বাটীতে উভয়ে একত্রে বাস করিতেন, এবং শার্লক হোম্স্ যখনই কোন গোয়েন্দাগিরি কার্যে বাহির হইতেন, ওয়াসও যাইতেন তাঁহার সঙ্গে—এই কারণেই, দেখিতে পাওয়া যায়, শার্লক হোমসের প্রায় প্রত্যেক ঘটনার সঙ্গেই ডাক্তার ওয়াট্সও সংসৃষ্ট এবং তাঁহার অনুমতি লইয়া, তিনিই ঐ সমস্ত ঘটনা জগতে প্রচার করিয়াছেন। ডাক্তার ওয়াট্সনের মুখেই আমরা এই পুস্তক-বর্ণিত গল্পটি শুনিব । কুলদারঞ্জন রায়