২০১৩ সালের আগস্ট মাস। একই রাতে শহরের একাধিক জায়গায় ঘটে যায় নৃশংস কয়েকটি হত্যাকাণ্ড। প্রতিটি অকুস্থলে পাওয়া যায় চিরকুট, যাতে লেখা- 'ধর্ষকের শাস্তি মৃত্যু'। চিরকুটে হত্যাকারীর নামও পাওয়া যায়। মজন্তালী সরকার। পরদিন খবরের কাগজে এই একই হত্যাকারীর নামে বেরোয় আশ্চর্য এক বিজ্ঞাপন। সেখানে দাবি করা হয়, আগামী বারোই সেপ্টেম্বর ফড়িয়াপুকুর ধর্ষণ- মামলার আসামীকে আলিপুর জেলের মধ্যে হত্যা করা হবে। উপেন্দ্রকিশোরের গল্পের বিখ্যাত চরিত্রের নামের আড়ালে কে এই অজ্ঞাতপরিচয় 'এথিকাল' খুনি? সোশাল মিডিয়ায় এই নামে ভাইরাল হয়ে যায় ক্যাটওম্যানের কায়দায় পোশাক পরা মুখোশধারী এক নারীর ছবি। কলকাতা ও সংলগ্ন শহরতলি জুড়ে শুরু হয়ে যা�... See more
২০১৩ সালের আগস্ট মাস। একই রাতে শহরের একাধিক জায়গায় ঘটে যায় নৃশংস কয়েকটি হত্যাকাণ্ড। প্রতিটি অকুস্থলে পাওয়া যায় চিরকুট, যাতে লেখা- 'ধর্ষকের শাস্তি মৃত্যু'। চিরকুটে হত্যাকারীর নামও পাওয়া যায়। মজন্তালী সরকার। পরদিন খবরের কাগজে এই একই হত্যাকারীর নামে বেরোয় আশ্চর্য এক বিজ্ঞাপন। সেখানে দাবি করা হয়, আগামী বারোই সেপ্টেম্বর ফড়িয়াপুকুর ধর্ষণ- মামলার আসামীকে আলিপুর জেলের মধ্যে হত্যা করা হবে। উপেন্দ্রকিশোরের গল্পের বিখ্যাত চরিত্রের নামের আড়ালে কে এই অজ্ঞাতপরিচয় 'এথিকাল' খুনি? সোশাল মিডিয়ায় এই নামে ভাইরাল হয়ে যায় ক্যাটওম্যানের কায়দায় পোশাক পরা মুখোশধারী এক নারীর ছবি। কলকাতা ও সংলগ্ন শহরতলি জুড়ে শুরু হয়ে যায় তার উৎপাত। তদন্তভার আসে সিআইডি-র হাতে। তিন তদন্তকারী অফিসার, তিন টিভি- সাংবাদিক, এক মনোবিদ ও এক নির্যাতিতাকে ঘিরে ঘুরতে থাকে গল্পের ফ্রেম। কেসে জড়িয়ে যায় একাধিক বিতর্কিত ব্যক্তিত্বের নাম। ক্রাইম আর পানিশমেন্ট, প্রেম আর পলিটিক্সের এই রুদ্ধশ্বাস রোলার কোস্টার রাইডে পাঠক, আপনাকে স্বাগত।