গুপ্তচরবৃত্তি বড় সহজ কাজ নয়। একজন দারুণ গুপ্তচর আসলে একজন চোরও বটে৷ নিরলসভাবে নিজের কাজ করে যেতে হয় দেশের জন্য। গুপ্তচর তো রাজনীতিতে বরাবরই ছিল। সময় আর আগের মত নেই। আগে যোগাযোগ ব্যবস্থা দুর্বল ছিল। মোবাইল ফোন ছিল না। ডিজিটাল আইডেন্টিফিকেশন, সিসিটিভি, ড্রোন ছিল না। এই সময়ে প্রতিটা দেশই তার প্রতিরক্ষাকে ঢেলে সাজাচ্ছে আধুনিকতম প্রযুক্তির সাহায্যে। ব্লু ফ্লাওয়ার ৪ একই সঙ্গে বাংলাদেশ এবং ভারতে বিস্তৃত হয়েছে। বাংলাদেশ ভারতের কূটনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। পাকিস্তান সেখানে প্রতিমুহূর্তে তাদের রাজনৈতিক খেলা খেলে যাচ্ছে। পাকিস্তানেই বা সায়ক বড়াল কী করছে? এ সমস্ত প্রশ্নের উত্তর নিয়�... See more
গুপ্তচরবৃত্তি বড় সহজ কাজ নয়। একজন দারুণ গুপ্তচর আসলে একজন চোরও বটে৷ নিরলসভাবে নিজের কাজ করে যেতে হয় দেশের জন্য। গুপ্তচর তো রাজনীতিতে বরাবরই ছিল। সময় আর আগের মত নেই। আগে যোগাযোগ ব্যবস্থা দুর্বল ছিল। মোবাইল ফোন ছিল না। ডিজিটাল আইডেন্টিফিকেশন, সিসিটিভি, ড্রোন ছিল না। এই সময়ে প্রতিটা দেশই তার প্রতিরক্ষাকে ঢেলে সাজাচ্ছে আধুনিকতম প্রযুক্তির সাহায্যে। ব্লু ফ্লাওয়ার ৪ একই সঙ্গে বাংলাদেশ এবং ভারতে বিস্তৃত হয়েছে। বাংলাদেশ ভারতের কূটনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। পাকিস্তান সেখানে প্রতিমুহূর্তে তাদের রাজনৈতিক খেলা খেলে যাচ্ছে। পাকিস্তানেই বা সায়ক বড়াল কী করছে? এ সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই হাজির হয়েছে ব্লু ফ্লাওয়ারের এই পর্বটি...