আমি আজ ভারতবর্ষীয়। আমার মধ্যে হিন্দু মুসলমান খৃষ্টান কোনো সমাজের কোনো বিরোধ নেই। আজ এই ভারতবর্ষের সকলের জাতই আমার জাত সকলের অল্পই আমার অল্প। সমাজ বড় না ধর্ম বড়? ধর্ম বড় নাকি মানুষ বড়? নাকি প্রেম বড়? সমাজের প্রয়োজনে ধর্মের সৃষ্টি হয় নাকি ধর্মকে ব্যবহার করে সুষ্ঠু সুন্দর সমাজ সৃষ্টি করাই ধর্মের লক্ষ্য? দুই ধর্ম- ব্রাক্ষ্ম আর হিন্দু। আকাশ পাতাল পার্থক্য। যেখানে এক ধর্মে তেত্রিশ কোটি দেবদেবী অপরদিকে ব্রাক্ষ্মরা করে নিরাকার ইশ্বরের আরাধনা। আবার যেখানে চলে জাত-পাত, ছোঁয়া-ছুঁয়ি নিয়ে হাজার রকমের কাহিনি সেখানে ব্রাক্ষ্মদের এসব নিয়ে কোন বালাই নেই। একটা সমাজ যেখানে সমাজের মানুষেরা- ‘আমি-ই শ্রেষ্ঠ�... See more
আমি আজ ভারতবর্ষীয়। আমার মধ্যে হিন্দু মুসলমান খৃষ্টান কোনো সমাজের কোনো বিরোধ নেই। আজ এই ভারতবর্ষের সকলের জাতই আমার জাত সকলের অল্পই আমার অল্প। সমাজ বড় না ধর্ম বড়? ধর্ম বড় নাকি মানুষ বড়? নাকি প্রেম বড়? সমাজের প্রয়োজনে ধর্মের সৃষ্টি হয় নাকি ধর্মকে ব্যবহার করে সুষ্ঠু সুন্দর সমাজ সৃষ্টি করাই ধর্মের লক্ষ্য? দুই ধর্ম- ব্রাক্ষ্ম আর হিন্দু। আকাশ পাতাল পার্থক্য। যেখানে এক ধর্মে তেত্রিশ কোটি দেবদেবী অপরদিকে ব্রাক্ষ্মরা করে নিরাকার ইশ্বরের আরাধনা। আবার যেখানে চলে জাত-পাত, ছোঁয়া-ছুঁয়ি নিয়ে হাজার রকমের কাহিনি সেখানে ব্রাক্ষ্মদের এসব নিয়ে কোন বালাই নেই। একটা সমাজ যেখানে সমাজের মানুষেরা- ‘আমি-ই শ্রেষ্ঠ’ বলে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে উঠে পড়ে লেগেছে। কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল। রাষ্ট্র, সমাজ, ধর্মেরও উর্ধ্বে যে মানুষ তা আমরা ভুলে যাই সব সময়ই। নিজেদের শ্রেষ্ঠত্বকে প্রমাণের জন্য সবচেয়ে নীচ, জঘন্য কৌশল অবলম্বন করতেও পিছ পা হই না আমরা। এক জোড়া মানব মানবী… তাদের মনে গভীর আকাঙ্খা, চাওয়া পাওয়া, সমাজের রীতি নীতি, প্রেম ভালবাসা আর মনস্ত্বত্ব এসব নিয়েই এগিয়ে গেছে উপন্যাসের কাহিনী