সাংবাদিক, কার্টুনিস্ট চণ্ডী লাহিড়ী ১৭৫৭ থেকে ১৮৫৭ এই একশো বছর সময়কালে ভারতে আসা বিদেশিদের চোখে বাংলা নিয়ে একটি সংকলন লেখার প্রয়াস করেছেন। এ লেখা কোনো মৌলিক গবেষণার ফসল নয়, বরং বিভিন্ন লেখকের লেখা থেকে ঝাড়াই বাছাই করে নেওয়া মণিমুক্তার সম্ভার। যে কারণে এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হল এই একশো বছরকালে বাংলায় আগত বিদেশিদের লেখা বেশ কয়েকশো বই হাতে পাওয়া দুর্লভ, আর পেলেও তা থেকে নির্যাসটুকু বার করে আত্তীকরণ করা মহা দুরূহ কাজ। চণ্ডীবাবু এই কাজটিই অনায়াসে করেছেন আর অদ্ভুত ঝরঝরে স্বাদু গদ্যে তাকে নিয়ে এসেছেন বাংলার পাঠকদের সামনে।এমন বই বাংলায় আর দ্বিতীয়টি নেই। অন্য ভাষাতেও খুব কমই আছে। সঙ্গে প্রতি অধ্য�... See more
সাংবাদিক, কার্টুনিস্ট চণ্ডী লাহিড়ী ১৭৫৭ থেকে ১৮৫৭ এই একশো বছর সময়কালে ভারতে আসা বিদেশিদের চোখে বাংলা নিয়ে একটি সংকলন লেখার প্রয়াস করেছেন। এ লেখা কোনো মৌলিক গবেষণার ফসল নয়, বরং বিভিন্ন লেখকের লেখা থেকে ঝাড়াই বাছাই করে নেওয়া মণিমুক্তার সম্ভার। যে কারণে এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হল এই একশো বছরকালে বাংলায় আগত বিদেশিদের লেখা বেশ কয়েকশো বই হাতে পাওয়া দুর্লভ, আর পেলেও তা থেকে নির্যাসটুকু বার করে আত্তীকরণ করা মহা দুরূহ কাজ। চণ্ডীবাবু এই কাজটিই অনায়াসে করেছেন আর অদ্ভুত ঝরঝরে স্বাদু গদ্যে তাকে নিয়ে এসেছেন বাংলার পাঠকদের সামনে।এমন বই বাংলায় আর দ্বিতীয়টি নেই। অন্য ভাষাতেও খুব কমই আছে। সঙ্গে প্রতি অধ্যায়ে রয়েছে প্রয়োজনীয় টীকা, প্রাসঙ্গিক ছবি ও দুষ্প্রাপ্য নথি।