জীবনের লক্ষ্যটা অনেকের কাছেই পরিষ্কার থাকে না। না থাকে তাদের কাছে একটা কমপ্লিট রোডম্যাপ। না থাকে নিজের অনন্ত শক্তিতে বিশ্বাস। ফলে বিভিন্ন ঘাত-প্রতিঘাত এসে তাদের ফুটিফাটা করে ছাড়ে। গল্পে মূল চরিত্র প্রীতমের সঙ্গে দেখা হয় এক অশীতিপর যুবকের। কাকতালীয়ভাবে সে জানতে পারে সেই অবাঙালি তার এন আর আই বন্ধু বিকাশেরও পরিচিত। গড়ে ওঠে বন্ধুত্ব। একটা স্বনির্ভর এনজিওর মাধ্যমে একটি আদর্শ স্কুল খোলার উদ্দেশ্যে তারা এগোতে থাকে, যেখানে পড়ুয়ারা হাতেকলমে কাজ শিখে ও মূল্যবোধের দীক্ষা নিয়ে সম্পূর্ণ স্বনির্ভর হয়ে দিকে দিকে ছড়িয়ে পড়বে। একই সঙ্গে চলতে থাকে জীবনের বিবিধ রহস্য উন্মোচন। তারা বুঝতে পারে আশীর্বাদ শব্দটির প্... See more
জীবনের লক্ষ্যটা অনেকের কাছেই পরিষ্কার থাকে না। না থাকে তাদের কাছে একটা কমপ্লিট রোডম্যাপ। না থাকে নিজের অনন্ত শক্তিতে বিশ্বাস। ফলে বিভিন্ন ঘাত-প্রতিঘাত এসে তাদের ফুটিফাটা করে ছাড়ে। গল্পে মূল চরিত্র প্রীতমের সঙ্গে দেখা হয় এক অশীতিপর যুবকের। কাকতালীয়ভাবে সে জানতে পারে সেই অবাঙালি তার এন আর আই বন্ধু বিকাশেরও পরিচিত। গড়ে ওঠে বন্ধুত্ব। একটা স্বনির্ভর এনজিওর মাধ্যমে একটি আদর্শ স্কুল খোলার উদ্দেশ্যে তারা এগোতে থাকে, যেখানে পড়ুয়ারা হাতেকলমে কাজ শিখে ও মূল্যবোধের দীক্ষা নিয়ে সম্পূর্ণ স্বনির্ভর হয়ে দিকে দিকে ছড়িয়ে পড়বে। একই সঙ্গে চলতে থাকে জীবনের বিবিধ রহস্য উন্মোচন। তারা বুঝতে পারে আশীর্বাদ শব্দটির প্রকৃত অর্থ। এক বিপথগামী কবি বন্ধুও তাঁর অনুপ্রেরণায় আত্মহননের পথ থেকে সরে আসে। সংসারী হয়ে ওঠে। জিজ্ঞাসু প্রীতম সেই সিঁড়ির খোঁজ করতে থাকে যা তাকে নিয়ে যেতে পারে সূর্যের ভেতরে। তার অনন্ত সম্ভারের গর্ভে। সে কি শেষপর্যন্ত পাবে সেই সন্ধান? সে কি সত্যিই পারবে তার স্বপ্নের স্কুল স্থাপন করতে?