ক্লাউস ফুকস অ্যাটম বোমার ফর্মুলা চুরি করে সোভিয়েত ইউনিয়নে পাচার করেছিলেন। কিন্তু সেটাই কি সব? আর কেউ কোনো রকমের সাহায্য করেননি? চুরি করা ফর্মুলা নিয়ে সোভিয়েত রাষ্ট্র বা বিজ্ঞানীরা কি বিজ্ঞানের প্রতি সম্পূর্ণ সুবিচার করতে পেরেছিলেন? ফুকস কি ততটাই হিরো যতটা তাকে বিভিন্ন গল্প-কথায় দেখানো হয়েছে ? তিনি যদি হিরো হন, তাহলে আসল ভিলেন কে? ২৬ এপ্রিল ১৯৮৬ রাতে ঠিক কী হয়েছিল? এই গল্প– অ্যাটমিক, বায়োলজিক্যাল আর কেমিক্যাল ওয়েপন; রাইখ ব্যাঙ্কের গোল্ড রিজার্ভ, মার্কিন ফর্মুলা, জার্মান আর চেকোস্লোভাকিয়ার ইউরেনিয়াম, সিক্রেট সার্ভিসের উর্দি পরা রাশিয়ান বিজ্ঞানী; হাত ফসকে যাওয়া জার্মান বিজ্ঞানী আর মহাকাশ প্রকৌশলীদ... See more
ক্লাউস ফুকস অ্যাটম বোমার ফর্মুলা চুরি করে সোভিয়েত ইউনিয়নে পাচার করেছিলেন। কিন্তু সেটাই কি সব? আর কেউ কোনো রকমের সাহায্য করেননি? চুরি করা ফর্মুলা নিয়ে সোভিয়েত রাষ্ট্র বা বিজ্ঞানীরা কি বিজ্ঞানের প্রতি সম্পূর্ণ সুবিচার করতে পেরেছিলেন? ফুকস কি ততটাই হিরো যতটা তাকে বিভিন্ন গল্প-কথায় দেখানো হয়েছে ? তিনি যদি হিরো হন, তাহলে আসল ভিলেন কে? ২৬ এপ্রিল ১৯৮৬ রাতে ঠিক কী হয়েছিল? এই গল্প– অ্যাটমিক, বায়োলজিক্যাল আর কেমিক্যাল ওয়েপন; রাইখ ব্যাঙ্কের গোল্ড রিজার্ভ, মার্কিন ফর্মুলা, জার্মান আর চেকোস্লোভাকিয়ার ইউরেনিয়াম, সিক্রেট সার্ভিসের উর্দি পরা রাশিয়ান বিজ্ঞানী; হাত ফসকে যাওয়া জার্মান বিজ্ঞানী আর মহাকাশ প্রকৌশলীদের মাঝে সোভিয়েত মুলুকে ঢুকে পড়া মার্কিন গুপ্তচর বিমানের গল্প বলে। গল্পের বিভিন্ন পাতায় লুকিয়ে ফেলা পরমাণু বিপর্যয়, সোভিয়েত অর্থনীতি, বোনাস, সিক্রেট নজরদার, কে.জি.বি, কর্মক্ষেত্রে সীমাহীন চাপ, নিউক্লিয়ার ফিজিক্স আর ইঞ্জিনিয়ারিং ছাড়িয়েও কাজ করে চলতে থাকা সর্বশক্তিমান কমিউনিস্ট পার্টি এবং অতি অবশ্যই দ্য-বস, মানে স্তালিনের লিগ্যাসি। কুখ্যাত RBMK-1000 চুল্লি, নাম বদলাতে থাকা রাশিয়ান সিক্রেট সার্ভিস, তাদের প্রতিদ্বন্দ্বী মার্কিন গুপ্তচর সংস্থা সি.আই.এ; সব মিলিয়ে সোভিয়েত ইউনিয়নের ভবিতব্য তাকে এক অমোঘ পরিণতির দিকে টেনে নিয়ে যায়। নিষিদ্ধ সেই ইতিহাসের খোঁজে বেরিয়ে পড়া ম্যানহাটনের দুই তরুণকে ইতিহাস চেরনোবিলের হারিয়ে যাওয়া শহরের দিকে টেনে আনে। রহস্য-রোমাঞ্চ গল্পকে হার মানিয়ে দিতে পারে এমন সাবলীল ইতিহাস নিয়েই এই বইয়ের মূল গল্প। কল্পনা নয়, সত্যি এবং হারিয়ে যাওয়া আর লুকিয়ে ফেলা ইতিহাস।