সোভিয়েত সাহিত্যের অন্যতম সেরা জীবনীমূলক আখ্যান বরিস পলভয়ের 'দ্য স্টোরি অফ অ্যা রিয়েল ম্যান'। এ বই তারই বাংলা অনুবাদ। গল্পের নায়ক অ্যালেক্সে পেত্রোভিচ মরিসয়েভ ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ফাইটার বিমানের একজন চালক। যুদ্ধ চলাকালীন ১৯৪২ সালের ৪ এপ্রিল নাৎসি বাহিনীর আক্রমণে, তিনি যে বিমানটি চালাচ্ছিলেন তা ধ্বংস হয়ে গেলেও, আশ্চর্যভাবে তিনি প্রাণে বেঁচে যান; যদিও বা তাঁর দু'টি পা-ই বাদ চলে যায়। সুস্থ হওয়ার পর, তিনি আবার দেশকে রক্ষা করার, মানব-সভ্যতাকে রক্ষা করার যুদ্ধে ফিরে আসেন ১৯৪৩ সালের জুন মাসে; নকল পা লাগিয়ে বসে পড়েন ফাইটার বিমানের চালকের আসনে। বাকি যুদ্ধে ৮৬ বার বিমানে উড়ান দেন ও ন�... See more
সোভিয়েত সাহিত্যের অন্যতম সেরা জীবনীমূলক আখ্যান বরিস পলভয়ের 'দ্য স্টোরি অফ অ্যা রিয়েল ম্যান'। এ বই তারই বাংলা অনুবাদ। গল্পের নায়ক অ্যালেক্সে পেত্রোভিচ মরিসয়েভ ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ফাইটার বিমানের একজন চালক। যুদ্ধ চলাকালীন ১৯৪২ সালের ৪ এপ্রিল নাৎসি বাহিনীর আক্রমণে, তিনি যে বিমানটি চালাচ্ছিলেন তা ধ্বংস হয়ে গেলেও, আশ্চর্যভাবে তিনি প্রাণে বেঁচে যান; যদিও বা তাঁর দু'টি পা-ই বাদ চলে যায়। সুস্থ হওয়ার পর, তিনি আবার দেশকে রক্ষা করার, মানব-সভ্যতাকে রক্ষা করার যুদ্ধে ফিরে আসেন ১৯৪৩ সালের জুন মাসে; নকল পা লাগিয়ে বসে পড়েন ফাইটার বিমানের চালকের আসনে। বাকি যুদ্ধে ৮৬ বার বিমানে উড়ান দেন ও নাৎসি বাহিনীর ১১টা যুদ্ধ বিমান ধ্বংস করে দেন। তাঁর প্রেম তাঁকে এই সাহস জুগিয়েছিল। পরবর্তীকালে তিনি সোভিয়েতের শ্রেষ্ঠ সামরিক সম্মানে ভূষিত হন। এমন একজন মানুষের বীরত্বগাঁথা এই গল্পের মূল উপজীব্য। পলভয়ের এই গল্প নিয়ে অপেরা সঙ্গীতও রচনা করা হয়েছিল। বিখ্যাত রাশিয়ান কম্পোজার সার্গেই প্রোকোফিয়েভ পরিচালিত সেই অপেরা সঙ্গীত প্রথম মঞ্চস্থ হয়েছিল লেনিনগ্রাদ অপেরা হাউসে, ১৯৪৮ সালের ৩ ডিসেম্বর।