Previous Years’ Solution WBCS (Preliminary)– পরীক্ষার বিগত 19/20 বছরের বিষয়ভিত্তিক সব প্রশ্নের ব্যাখ্যাসহকারে উত্তর করা হয়েছে। সেই সঙ্গে WBCS (Mains) পরীক্ষার সদ্য সমাপ্ত 2023-এর Papers III-VI পর্যন্ত সব প্রশ্নোত্তর সংযোজিত হয়েছে। *Mock Tests WBCS (Preliminary) – পরীক্ষার জন্য Most Similar Pattern-এর উত্তরসহ 20টি Mock Tests Sets WBCS (Mains) পরীক্ষার জন্য উত্তরসহ মোট 13টি Practice Sets দেওয়া হয়েছে। *Objective General English– এই বিষয়ে শিক্ষার্থীদের দুর্বলতার কথা ভেবে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। এই অংশে Important Synonyms & Antonyms, Idioms & Phrases, Single Words Substitutions, Appropriate Prepositions & Essential English Grammer সংযোজিত হয়েছে। *Indian Economy & Indian Constitution– ভারতের অর্থনীতি ও সংবিধান WBCS পরীক্ষার্থীদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ। ভারতের অর্থনীতি বিষয়ে অধ্যায়ভিত্তিক আলোচনার পাশাপাশি প্রতিটি অধ্য�... See more
Previous Years’ Solution WBCS (Preliminary)– পরীক্ষার বিগত 19/20 বছরের বিষয়ভিত্তিক সব প্রশ্নের ব্যাখ্যাসহকারে উত্তর করা হয়েছে। সেই সঙ্গে WBCS (Mains) পরীক্ষার সদ্য সমাপ্ত 2023-এর Papers III-VI পর্যন্ত সব প্রশ্নোত্তর সংযোজিত হয়েছে। *Mock Tests WBCS (Preliminary) – পরীক্ষার জন্য Most Similar Pattern-এর উত্তরসহ 20টি Mock Tests Sets WBCS (Mains) পরীক্ষার জন্য উত্তরসহ মোট 13টি Practice Sets দেওয়া হয়েছে। *Objective General English– এই বিষয়ে শিক্ষার্থীদের দুর্বলতার কথা ভেবে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। এই অংশে Important Synonyms & Antonyms, Idioms & Phrases, Single Words Substitutions, Appropriate Prepositions & Essential English Grammer সংযোজিত হয়েছে। *Indian Economy & Indian Constitution– ভারতের অর্থনীতি ও সংবিধান WBCS পরীক্ষার্থীদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ। ভারতের অর্থনীতি বিষয়ে অধ্যায়ভিত্তিক আলোচনার পাশাপাশি প্রতিটি অধ্যায়ের শেষে MCQs দেওয়া হয়েছে। তবে, ভারতের সংবিধানের অধ্যায়ভিত্তিক আলোচনা একটু কম হলেও পরীক্ষার উপযোগী বিষয়বস্তুর ওপর MCQ-এর আধিক্য পরিলক্ষিত হচ্ছে। *Indian History & Geography– এই বিষয়ে যেহেতু শিক্ষার্থীরা একাধিক Test Books অধ্যয়ন করেন, তাই তার পাশাপাশি খুব কম সময়ে যে সব বিষয়ের ওপর গুরুত্ব দেওয়ার প্রয়োজন তার ওপর নজর রাখা হয়েছে। ভারতের ইতিহাসে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের ওপর অধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। পাশাপাশি, ভারতের ভুগোলের সাথে পশ্চিমবঙ্গের ভূগোলের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। *Arithmetic & Test of Reasoning – WBCS পরীক্ষায় সাফল্যের জন্য এই বিষয় দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়ে প্রস্তুতির জন্য শিক্ষার্থীরা একাধিক Text Books ও শিক্ষক মহাশয়দের সহায়তা নিতে বাধ্য হন। তবুও, তার সাথে সাথে যার অভাবে সাফল্য অধরা থাকে সেই অভাব পূরণে আমরা বদ্ধপরিকর। *Science & Technology including C.A. & G.K. – সত্যিই সিলেবাসের এই অংশটুকু বৃহদাকারের। বিশেষত, একাধিক Text Books অধ্যয়নের পরও এই অংশের প্রস্তুতিতে অনেকেরই ঘাটতি থাকে। তাই, এই অংশের ঘাটতি পূরণে আমরা সচেষ্ট হয়েছি।