বিষয় - মাইথোলজিক্যাল অ্যাডভেঞ্চার থ্রিলার স্বর্গ! সে কি সত্যিই কোথাও আছে? না সবটাই মানুষের কল্পনা? কী লুকোনো আছে প্রাচীন এক বুদ্ধ মূর্তিতে যার জন্য খুন হতে হল মিউজিয়ামের কিউরেটরকে? কী এমন গোপন সত্য লুকোনো আছে হিমালয়ের অভ্যন্তরে যার জন্য হিটলারের নাৎসি বাহিনী অভিযান চালিয়েছে? পাণ্ডবদের মহাপ্রস্থানের সেই পথ, সে কি সত্যিই আছে? কয়েকশো বছর আগে এক বাঙালি কেন চলেছিলেন সেই পথে? পুরাণ, রহস্য, অ্যাডভেঞ্চার সব নিয়ে সাত্যকি ফিরে এলো আবার। আগেরবার জলের তলায় কৃষ্ণের খোঁজের পরে, এবার স্বর্গ খোঁজার এক অভিযান - স্বর্গং শরণং গচ্ছামি।