Smritir Janala Diye is the Bengali translation of Kaberi Chattopadhyay's autobiography Peeping Through My Window which chronicles the author's life and her battle with cancer.
Translated by: Deepak Kumar Chattopadhyay
এই বইটিতে লেখিকা তাঁর ফেলে আসা বালিকা বেলা বাবা মা, ভাই বোন, আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশীদের বর্ণনা, পারিবারিক জীবনের সুখ দুঃখের গাঁথা সাময়িক জীবনের বৈচিত্রপূর্ণ মধুর স্মৃতি, কিছু অস্বাভাবিক ঘটনা ও সর্বোপরি ক্যান্সার রাশী মারণ ব্যাধির কবলিত হওয়া সত্বেও কিভাবে আপোষহীনভাবে তীর মনোবলের সাহায্যে সংগ্রাম করে জয়ী হয়ে ফিরে আসা যায় তার বিস্ময়কর ঘটনাবলী বর্ণনা করেছেন। এতে বলা হয়েছে মনোবল হারা ও ঈশ্বরের প্রতি সুগভীর আস্থা রেখে কিভাবে এই প্রাণঘাতী রোগকে পরাস্ত করা যায়।
Kaberi Chattopadhyay's autobiography Peeping Through My Window chronicles the bittersweet moments of the author's well-lived life and her battle ... See more
Smritir Janala Diye is the Bengali translation of Kaberi Chattopadhyay's autobiography Peeping Through My Window which chronicles the author's life and her battle with cancer.
Translated by: Deepak Kumar Chattopadhyay
এই বইটিতে লেখিকা তাঁর ফেলে আসা বালিকা বেলা বাবা মা, ভাই বোন, আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশীদের বর্ণনা, পারিবারিক জীবনের সুখ দুঃখের গাঁথা সাময়িক জীবনের বৈচিত্রপূর্ণ মধুর স্মৃতি, কিছু অস্বাভাবিক ঘটনা ও সর্বোপরি ক্যান্সার রাশী মারণ ব্যাধির কবলিত হওয়া সত্বেও কিভাবে আপোষহীনভাবে তীর মনোবলের সাহায্যে সংগ্রাম করে জয়ী হয়ে ফিরে আসা যায় তার বিস্ময়কর ঘটনাবলী বর্ণনা করেছেন। এতে বলা হয়েছে মনোবল হারা ও ঈশ্বরের প্রতি সুগভীর আস্থা রেখে কিভাবে এই প্রাণঘাতী রোগকে পরাস্ত করা যায়।
Kaberi Chattopadhyay's autobiography Peeping Through My Window chronicles the bittersweet moments of the author's well-lived life and her battle through cancer. The characters we meet in the course of this autobiography are drawn from life and finely etched.