তিব্বত এক ‘রহস্যময় দেশ’। যে দেশের অধিকাংশ বিষয় আজও আমাদের অজানা। তিব্বতেই না-কি রয়েছে শাম্ভালা বা জ্ঞানগঞ্জ। তিব্বতে আর্যদের সন্ধানে হিটলারের নাৎসি বাহিনি অভিযান চালিয়েছিল। লেখক দীর্ঘ গবেষণা চালিয়েছেন তিব্বত দেশটির ওপর। যেমন তিব্বতের রাজধানী লাসার পোতালা প্রাসাদ থেকে দালাই লামার অলৌকিক নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন, তেমনি তিব্বতের মিথ, রহস্য, অলৌকিক বিষয়, সীমান্ত, রাজ-পরম্পরা, খাওয়া-দাওয়া নিয়েও আলোচনা করেছেন। এর পাশাপাশি লেখক তিব্বতের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় ইতিহাসের কথাও তুলে ধরেছেন এই বইয়ে।