রমতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ উৎকৃষ্ট গ্রন্থ।কেবল ইতিহাসের খাতিরেও এ গ্রন্থ সর্বত্র পঠিত হইবে। এ গ্রন্থ পাঠ করিলে বাঙ্গালীর সকল মহাপুরুষের জীবন চরিতের কথাই অবগত হইয়া প্রভূত আনন্দ লাভ করা যায়।' এই গ্রন্থের প্রথম প্রকাশের পর প্রবাসী পত্রিকায় সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় এ কথা লিখেছিলেন। এই বই বাংলা ভাষায় সেই গুটি কয়েকের অন্যতম, ১৯০৪-এ শতবর্ষ অতিক্রম করেও যা এই মুহূর্তে আমাদের শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি জগতে নিজস্ব উজ্জ্বলতায় ভাস্বর।বইটি এক স্কুল শিক্ষকের, প্রধান শিক্ষকের জীবনের বহিরঙ্গ ও অন্তরঙ্গ দ্বন্দ্ব-সংঘাতের নিপুণ আলেখ্য। সাধারণ ভাবে এই বইতে তুলে ধরা সমস্যাগুলি রামতনু সংক্রান্�... See more
রমতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ উৎকৃষ্ট গ্রন্থ।কেবল ইতিহাসের খাতিরেও এ গ্রন্থ সর্বত্র পঠিত হইবে। এ গ্রন্থ পাঠ করিলে বাঙ্গালীর সকল মহাপুরুষের জীবন চরিতের কথাই অবগত হইয়া প্রভূত আনন্দ লাভ করা যায়।' এই গ্রন্থের প্রথম প্রকাশের পর প্রবাসী পত্রিকায় সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় এ কথা লিখেছিলেন। এই বই বাংলা ভাষায় সেই গুটি কয়েকের অন্যতম, ১৯০৪-এ শতবর্ষ অতিক্রম করেও যা এই মুহূর্তে আমাদের শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি জগতে নিজস্ব উজ্জ্বলতায় ভাস্বর।বইটি এক স্কুল শিক্ষকের, প্রধান শিক্ষকের জীবনের বহিরঙ্গ ও অন্তরঙ্গ দ্বন্দ্ব-সংঘাতের নিপুণ আলেখ্য। সাধারণ ভাবে এই বইতে তুলে ধরা সমস্যাগুলি রামতনু সংক্রান্ত হলেও এই বিস্ময়কর সময়ের অবিশ্বাস্য অনেক ব্যক্তিত্বের বহির্জীবন ও অন্তর্জীবনের জীবনসংকটের নিদর্শনও বটে।