আমরা অনেকেই থ্রিলার পড়তে ভালোবাসি। সেইসব বেশিরভাগই কাল্পনিক থ্রিলার। এই গ্রন্থে উল্লেখিত চোদ্দজন জানা-অজানা বিপ্লবীর জীবনের মর্মস্পর্শী সত্যি ঘটনাগুলির সামনে ম্লান হয়ে যেতে বাধ্য সেইসব কাল্পনিক থ্রিলার। ক্ষেত্রবিশেষে বাস্তব যে কল্পনার থেকেও অবিশ্বাস্য হয়ে উঠতে পারে এটা অনুভব করতে হলে পড়তে হবে গ্রন্থটি। মৃত্যুর সমীপে দাঁড়িয়েও বিপ্লবীদের নির্ভীক নিরাসক্ত কথোপকথন ও কর্মকাণ্ড আমাদের মুখোমুখি করে এক অনবদ্য জীবনদর্শনের। এই মৃত্যুহীন জীবনকে আমরা স্পর্শ করব তাঁদের প্রতিটি কাজে, কথায়, চিঠিতে। বেশিরভাগ মানুষ যতদিন না ঠিকভাবে মানুষ হয়ে উঠতে পারছে ততদিন মানুষ হয়ে ওঠার জন্য বীরত্ব প্রয়োজন। এই বী�... See more
আমরা অনেকেই থ্রিলার পড়তে ভালোবাসি। সেইসব বেশিরভাগই কাল্পনিক থ্রিলার। এই গ্রন্থে উল্লেখিত চোদ্দজন জানা-অজানা বিপ্লবীর জীবনের মর্মস্পর্শী সত্যি ঘটনাগুলির সামনে ম্লান হয়ে যেতে বাধ্য সেইসব কাল্পনিক থ্রিলার। ক্ষেত্রবিশেষে বাস্তব যে কল্পনার থেকেও অবিশ্বাস্য হয়ে উঠতে পারে এটা অনুভব করতে হলে পড়তে হবে গ্রন্থটি। মৃত্যুর সমীপে দাঁড়িয়েও বিপ্লবীদের নির্ভীক নিরাসক্ত কথোপকথন ও কর্মকাণ্ড আমাদের মুখোমুখি করে এক অনবদ্য জীবনদর্শনের। এই মৃত্যুহীন জীবনকে আমরা স্পর্শ করব তাঁদের প্রতিটি কাজে, কথায়, চিঠিতে। বেশিরভাগ মানুষ যতদিন না ঠিকভাবে মানুষ হয়ে উঠতে পারছে ততদিন মানুষ হয়ে ওঠার জন্য বীরত্ব প্রয়োজন। এই বীরত্ব অর্জনের একটি পথ হল বীর ব্যক্তিগণের জীবন অনুধ্যান। এই উদ্দেশ্যে আজকের ছাত্র-যুবদের অবশ্যই হাতে নিতে হবে গ্রন্থটি।