আন্দামান দ্বীপপুঞ্জ! কুখ্যাত বন্দি উপনিবেশ। ব্রিটিশ সরকারের যৌনতার রাজনীতির শিকার হয়ে সেখানে নির্বাসিত অসংখ্য মহিলা বন্দি! তাঁদের মর্মন্তদ জীবন আলেখ্য এই রোমহর্ষক ঐতিহাসিক উপন্যাসের পটভূমি। আন্দামানে গ্রাম গড়ার তাগিদে দাগী আসামীদের শয্যাসঙ্গিনী হতে নিয়ে যাওয়া হত সেই মেয়েদের। বিস্মৃতপ্রায় সেই কাহিনীর সমান্তরালে চলেছে বিংশ শতকের গোড়ার অবিভক্ত বাংলার উত্তাল সশস্ত্র স্বাধীনতা আন্দোলন। সেলুলার জেল। বিপ্লব। বিশ্বাসঘাতকতা। প্রেম। প্রতারণা। প্রতিশোধ। একদল সাহসী বাঙালি। আর সেই হারিয়ে যাওয়া বন্দিনীরা। এই সমস্ত কিছুর ভিড়ে কালাপানির তীর ধরে এই সুবিশাল উপন্যাসের আদি থেকে অন্তে বয়ে চল�... See more
আন্দামান দ্বীপপুঞ্জ! কুখ্যাত বন্দি উপনিবেশ। ব্রিটিশ সরকারের যৌনতার রাজনীতির শিকার হয়ে সেখানে নির্বাসিত অসংখ্য মহিলা বন্দি! তাঁদের মর্মন্তদ জীবন আলেখ্য এই রোমহর্ষক ঐতিহাসিক উপন্যাসের পটভূমি। আন্দামানে গ্রাম গড়ার তাগিদে দাগী আসামীদের শয্যাসঙ্গিনী হতে নিয়ে যাওয়া হত সেই মেয়েদের। বিস্মৃতপ্রায় সেই কাহিনীর সমান্তরালে চলেছে বিংশ শতকের গোড়ার অবিভক্ত বাংলার উত্তাল সশস্ত্র স্বাধীনতা আন্দোলন। সেলুলার জেল। বিপ্লব। বিশ্বাসঘাতকতা। প্রেম। প্রতারণা। প্রতিশোধ। একদল সাহসী বাঙালি। আর সেই হারিয়ে যাওয়া বন্দিনীরা। এই সমস্ত কিছুর ভিড়ে কালাপানির তীর ধরে এই সুবিশাল উপন্যাসের আদি থেকে অন্তে বয়ে চলেছে মানবতার আদি ও অকৃত্রিম করুণ জয়গাথা!