প্রথম সংস্করণের সাফল্যের পর ভারতীয় অর্থনীতি বইটিকে সম্পূর্ণভাবে পরিমার্জন করে এই দ্বিতীয় সংস্করণ প্রকাশ করা হয়েছে। বাংলায় প্রকাশিত শ্রী নীতিন সিংহানিয়ার এই বইটি সিভিল সার্ভিস ও অন্যান্য পরীক্ষার জন্য বিশেষভাবে উপযোগী। এতে সমসাময়িক অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে চিরাচরিত নীতি এবং তথ্যের বিস্তারিত আলোচনা রয়েছে। লেখক সমসাময়িক পরীক্ষার প্যাটার্ন বিশ্লেষণ করে বইটিতে অর্থনীতির প্রায় প্রতিটি খুঁটিনাটি বিষয় বিস্তারিতভাবে আলোচনা করেছেন। অর্থনীতির জটিল বিষয় সমূহ লেখক তার সুচারু দক্ষতায় খুব সহজ ভাবে পরীক্ষার্থীদের সামনে তুলে ধরেছেন। প্রতিটি অধ্যায়ে টেবিল, ফ্লোচার্ট, মাইন্ড ম্যাপ ইত্য�... See more
প্রথম সংস্করণের সাফল্যের পর ভারতীয় অর্থনীতি বইটিকে সম্পূর্ণভাবে পরিমার্জন করে এই দ্বিতীয় সংস্করণ প্রকাশ করা হয়েছে। বাংলায় প্রকাশিত শ্রী নীতিন সিংহানিয়ার এই বইটি সিভিল সার্ভিস ও অন্যান্য পরীক্ষার জন্য বিশেষভাবে উপযোগী। এতে সমসাময়িক অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে চিরাচরিত নীতি এবং তথ্যের বিস্তারিত আলোচনা রয়েছে। লেখক সমসাময়িক পরীক্ষার প্যাটার্ন বিশ্লেষণ করে বইটিতে অর্থনীতির প্রায় প্রতিটি খুঁটিনাটি বিষয় বিস্তারিতভাবে আলোচনা করেছেন। অর্থনীতির জটিল বিষয় সমূহ লেখক তার সুচারু দক্ষতায় খুব সহজ ভাবে পরীক্ষার্থীদের সামনে তুলে ধরেছেন। প্রতিটি অধ্যায়ে টেবিল, ফ্লোচার্ট, মাইন্ড ম্যাপ ইত্যাদির ব্যবহার করে বইটিকে দৃষ্টিনন্দনভাবে সাজানো হয়েছে। সমস্ত পরীক্ষার্থীদের মনে রাখার সুবিধার্থে বিষয়গুলি যথাযথভাবে সাজানো হয়েছে, যাতে গুরুত্বপূর্ণ বিষয়গুলি সহজে চোখে পড়ে। আইএএস, ডব্লিউবিসিএস, এসএসসি, ব্যাঙ্ক, রেল, এবং অন্যান্য অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বইটি উপযোগী।
Salient Features
1) কেন্দ্রীয় বাজেট 2024-25 এবং অর্থনৈতিক সমীক্ষা 2022-23-এর ওপর সর্বশেষ তথ্য
2) 2024-25 কেন্দ্রীয় বাজেটের মূল বিষয়গুলি বইয়ের শেষে প্লাক-আউট চার্টে সংযোজিত
3) প্রাসঙ্গিক অধ্যায়ে অর্থনৈতিক সমীক্ষার বিশ্লেষণ
4) UPSC প্রিলিমিনারি এবং মেইন পরীক্ষার বিগত দশ বছরের (২০১২-২০২৩) প্রশ্ন
5) WBCS প্রিলিমিনারি এবং মেইন পরীক্ষার বিগত বছরের প্রশ্ন
6) WBCS ভিত্তিক তথ্যাবলী
7) 10 টি প্র্যাকটিস সেট
8) পশ্চিমবঙ্গের সরকারী প্রকল্পগুলির বিস্তারিত আলোচনা