একজন- দু-জন নন, এক্কেবারে সাত-সাত জন রাজনৈতিক মহা ব্যক্তিত্বকে নিয়ে কলম চালিয়েছেন সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়।
জ্যোতি বসু ॥ সিদ্ধার্থ শঙ্কর রায় ॥ বরকত গনি খান চৌধুরী ॥ অনিল বিশ্বাস ॥ প্রিয়রঞ্জন দাশমুন্সি ॥ সুভাষ চক্রবর্তী ॥ সুব্রত মুখোপাধ্যায় ॥ সইফুদ্দিন চৌধুরী ॥
এককালে সুমন নিজের পেশায় যে-ব্যাপক প্রভাবশালী ছিলেন তা যাঁরা তেমনটা খেয়াল করে দেখেননি, তাঁরা এই বইটি পড়লে একজন সাংবাদিক হিসাবে তীক্ষ্ণ রাজনৈতিক পর্যবেক্ষণ-সহ লেখনী শক্তির স্বতন্ত্র ঘরানাটিকে প্রত্যক্ষ করে সুমন চট্টোপাধ্যায়কে অনায়াসে বুঝতে পারবেন।
এতে এত ভেতরের খবর, যাঁদের কাছে এই স্তরের রাজনীতিকদের অন্দরমহলে যাবার প্রবেশপত্র নেই, ত�... See more
একজন- দু-জন নন, এক্কেবারে সাত-সাত জন রাজনৈতিক মহা ব্যক্তিত্বকে নিয়ে কলম চালিয়েছেন সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়।
জ্যোতি বসু ॥ সিদ্ধার্থ শঙ্কর রায় ॥ বরকত গনি খান চৌধুরী ॥ অনিল বিশ্বাস ॥ প্রিয়রঞ্জন দাশমুন্সি ॥ সুভাষ চক্রবর্তী ॥ সুব্রত মুখোপাধ্যায় ॥ সইফুদ্দিন চৌধুরী ॥
এককালে সুমন নিজের পেশায় যে-ব্যাপক প্রভাবশালী ছিলেন তা যাঁরা তেমনটা খেয়াল করে দেখেননি, তাঁরা এই বইটি পড়লে একজন সাংবাদিক হিসাবে তীক্ষ্ণ রাজনৈতিক পর্যবেক্ষণ-সহ লেখনী শক্তির স্বতন্ত্র ঘরানাটিকে প্রত্যক্ষ করে সুমন চট্টোপাধ্যায়কে অনায়াসে বুঝতে পারবেন।
এতে এত ভেতরের খবর, যাঁদের কাছে এই স্তরের রাজনীতিকদের অন্দরমহলে যাবার প্রবেশপত্র নেই, তাঁরা কিছুতেই জানতে পারবেন না। সুমন পারতেন।
বহু অজানা ও চমকপ্রদ ঘটনার কথা পুরোনো রোজনামচা থেকে তুলে ধরে তার নিরপেক্ষ মূল্যায়ণ করে তিনি বাংলার মানুষকে সমৃদ্ধ করতে চেয়েছেন। যাঁরা রাজনৈতিক ইতিহাস নিয়ে কৌতূহলী তাঁরা এ-বইটি পড়লে বঙ্গীয় রাজনীতির গত চল্লিশ- পঞ্চাশ বছরের চলন ও চরিত্র সম্পর্কে একটি সম্যক ধারণা অর্জন করবেন ।
Journalist Suman Chattopadhyay wrote about not one or two, but seven political personalities.
Jyoti Basu ॥ Siddharth Shankar Ray ॥ Barakat Gani Khan Chowdhury ॥ Anil Biswas ॥ Priyaranjan Dasmunsi ॥ Subhash Chakraborty ॥ Subrata Mukhopadhyay ॥ Saifuddin Chowdhury
Those who did not notice the massive influence Suman once had in his profession will easily understand Suman Chattopadhyay by witnessing his unique style of writing power as a journalist with keen political observations. It contains so much inside news that those who do not have access to the inner halls of politicians at this level will not know anything. Suman could.
He wanted to enrich the people of Bengal by bringing out many unknown and surprising events from old daily newspapers and evaluating them impartially. Those who are interested in political history will get a fair idea of the course and character of the last forty-fifty years of Bengali politics by reading this book.