অ্যাকশন, অ্যাডভেঞ্চার আর কৈশোরের হারিয়ে যাওয়া নস্টালজিয়া ফিরিয়ে নিয়ে এল ‘বুক ফার্ম’। প্রায় ৫০ বছরের আগের পত্রিকার পাতায় হারিয়ে যাওয়া ‘অগ্রন্থিত’ টারজান উপন্যাস যা এডগার রাইজ বারোজের টারজান অনুবাদে নয়, এক মৌলিক টারজান কাহিনি হিসেবে ফিরে এল_ ‘সব্যসাচী’ (সুধীন্দ্রনাথ রাহা)-র স্বাদু কলমের ছোঁয়ায়। এই সংকলনের পাতায় পাতায় নারায়ণ দেবনাথের দুষ্প্রাপ্য অলংকরণ বইটিকে অন্য মাত্রা দিয়েছে। ১৯৫২-১৯৯৩ অবধি প্রায় ৪১ বছর ধরে সুধীন্দ্রনাথ রাহা ও নারায়ণ দেবনাথ জুটি টারজান সিরিজের মণিমুক্তো বাংলা সাহিত্যে ছড়িয়ে দিয়ে গেছেন। প্রায় ৪১ বছরের এই দীর্ঘ সফরে নারায়ণ দেবনাথের অলংকৃত টারজানের ছবি ৯০০-রও বেশি! বাংলা গ�... See more
অ্যাকশন, অ্যাডভেঞ্চার আর কৈশোরের হারিয়ে যাওয়া নস্টালজিয়া ফিরিয়ে নিয়ে এল ‘বুক ফার্ম’। প্রায় ৫০ বছরের আগের পত্রিকার পাতায় হারিয়ে যাওয়া ‘অগ্রন্থিত’ টারজান উপন্যাস যা এডগার রাইজ বারোজের টারজান অনুবাদে নয়, এক মৌলিক টারজান কাহিনি হিসেবে ফিরে এল_ ‘সব্যসাচী’ (সুধীন্দ্রনাথ রাহা)-র স্বাদু কলমের ছোঁয়ায়। এই সংকলনের পাতায় পাতায় নারায়ণ দেবনাথের দুষ্প্রাপ্য অলংকরণ বইটিকে অন্য মাত্রা দিয়েছে। ১৯৫২-১৯৯৩ অবধি প্রায় ৪১ বছর ধরে সুধীন্দ্রনাথ রাহা ও নারায়ণ দেবনাথ জুটি টারজান সিরিজের মণিমুক্তো বাংলা সাহিত্যে ছড়িয়ে দিয়ে গেছেন। প্রায় ৪১ বছরের এই দীর্ঘ সফরে নারায়ণ দেবনাথের অলংকৃত টারজানের ছবি ৯০০-রও বেশি! বাংলা গ্রন্থ অলংকরণের ইতিহাসে এ-এক নজিরবিহীন রেকর্ড! আত্মবিস্মৃত বাঙালি আজ ভুলতে বসেছেন ‘সব্যসাচী’রূপী সুধীন্দ্রনাথকে, টারজান-অলংকরণ শিল্পী নারায়ণ দেবনাথকে। সেইজন্যেই ‘বুক ফার্ম’-এর পক্ষ থেকে তাঁদের কথা স্মরণ করে পাঠকদের হাতে বইটি তুলে দেওয়া হল।