মোসাদ জমানার সাতটি সত্যাশ্রয়ী রোমহর্ষক কাহিনির সঙ্কলন। আমান, শিন বেত আর মোসাদ এই আদি ত্রয়ী গড়ে তোলার অন্যতম কারিগর ছিলেন নাথান রটবার্গ। বিস্ফোরণে নতুন মাত্রা যোগ করার লক্ষ্যে তেল আভিভের উত্তরে ইজরায়েল মিলিটারির অন্যতম বিভাগ শায়েতেত ১৩ (ফ্লোটিলা ১৩) এক গোপন ‘ল্যাবরেটরি’ খাড়া করে। রটবার্গ ছিলেন সেই ল্যাবরেটরির প্রধান । বিস্ফোরণ সংক্রান্ত কাজের বাইরেও তিনি তাঁর নিজস্ব এক গবেষণায় ব্যস্ত থাকতেন। সেই গবেষণা থেকে পাওয়া জ্ঞানে তিনি বিশাল এক চৌবাচ্চায় টি এন টি, পেন্টা এরিথ্রিটল টেট্রানাইট্রেট আর অন্যান্য রাসায়নিক ব্যবহার করে এক প্রাণঘাতী মিশ্রণ তৈরি করেন। যদিও সেই মারাত্মক বস্তুটি মানুষ মা�... See more
মোসাদ জমানার সাতটি সত্যাশ্রয়ী রোমহর্ষক কাহিনির সঙ্কলন। আমান, শিন বেত আর মোসাদ এই আদি ত্রয়ী গড়ে তোলার অন্যতম কারিগর ছিলেন নাথান রটবার্গ। বিস্ফোরণে নতুন মাত্রা যোগ করার লক্ষ্যে তেল আভিভের উত্তরে ইজরায়েল মিলিটারির অন্যতম বিভাগ শায়েতেত ১৩ (ফ্লোটিলা ১৩) এক গোপন ‘ল্যাবরেটরি’ খাড়া করে। রটবার্গ ছিলেন সেই ল্যাবরেটরির প্রধান । বিস্ফোরণ সংক্রান্ত কাজের বাইরেও তিনি তাঁর নিজস্ব এক গবেষণায় ব্যস্ত থাকতেন। সেই গবেষণা থেকে পাওয়া জ্ঞানে তিনি বিশাল এক চৌবাচ্চায় টি এন টি, পেন্টা এরিথ্রিটল টেট্রানাইট্রেট আর অন্যান্য রাসায়নিক ব্যবহার করে এক প্রাণঘাতী মিশ্রণ তৈরি করেন। যদিও সেই মারাত্মক বস্তুটি মানুষ মারার জন্য তৈরি হয়েছিল তিনি সবসময় বলতেন, ‘আমার মনে কোনো ঘৃণা নেই । তোমায় ক্ষমা করা শিখতে হবে; শত্রুকেও ক্ষমা করা শিখতে হবে। অবশ্য বিন লাদেনের মতো কাউকে ক্ষমা করার অধিকার আমাদের নেই। সেই অধিকার শুধুমাত্র ঈশ্বরের। আমাদের কাজ এমন লোকের সাথে ঈশ্বরের সাক্ষাৎ করিয়ে দেওয়া… Publisher : Joydhak Prakashan