সাধারণতঃ জ্যোতিষীরা রাজযোগ, ধনযোগ, কেমক্রমযোগ, দারিদ্র্যযোগ ইত্যাদি কথা কোষ্ঠীবিচারকালে বলে থাকেন। রাজা যেমন সর্বসাধারণের মধ্যে প্রধান ব্যক্তি, তেমনি সবরকম শুভযোগের মধ্যে রাজযোগকে প্রধান মনে করে মহর্ষি পরাশর রাজযোগ সম্বন্ধে একটা বিস্তৃত অধ্যায় তাঁর গ্রন্থে সন্নিবেশিত করেছেন। এই রাজযোগ থাকলেই মানুষ রাজা হবে না। আবার রাজযোগসম্বন্ধী গ্রহ শুভাবস্থায় থাকলেও বিশেষ বিশেষ কারণে মানুষ রাজযোগের উত্তম ফল পাবে না। এই গ্রন্থে আমি শুভযোগসমূহ গ্রহের কোন কোন অবস্থায় হয়, এবং তৎসত্ত্বেও কী কারণে মানুষ শুভযোগসমূহের উত্তম ফল পায় না তা বিস্তারিতভাবে বর্ণনা করার চেষ্টা করেছি। তেমনি কোন কোন অবস্থায় অশুভয... See more
সাধারণতঃ জ্যোতিষীরা রাজযোগ, ধনযোগ, কেমক্রমযোগ, দারিদ্র্যযোগ ইত্যাদি কথা কোষ্ঠীবিচারকালে বলে থাকেন। রাজা যেমন সর্বসাধারণের মধ্যে প্রধান ব্যক্তি, তেমনি সবরকম শুভযোগের মধ্যে রাজযোগকে প্রধান মনে করে মহর্ষি পরাশর রাজযোগ সম্বন্ধে একটা বিস্তৃত অধ্যায় তাঁর গ্রন্থে সন্নিবেশিত করেছেন। এই রাজযোগ থাকলেই মানুষ রাজা হবে না। আবার রাজযোগসম্বন্ধী গ্রহ শুভাবস্থায় থাকলেও বিশেষ বিশেষ কারণে মানুষ রাজযোগের উত্তম ফল পাবে না। এই গ্রন্থে আমি শুভযোগসমূহ গ্রহের কোন কোন অবস্থায় হয়, এবং তৎসত্ত্বেও কী কারণে মানুষ শুভযোগসমূহের উত্তম ফল পায় না তা বিস্তারিতভাবে বর্ণনা করার চেষ্টা করেছি। তেমনি কোন কোন অবস্থায় অশুভযোগ হয় এবং কোন কারণে মানবজীবনে ঐ অশুভযোগের প্রভাব কঠোরভাবে প্রতিফলিত হয় অথবা গ্রহের কোন অবস্থায় ঐ ধরনের অশুভযোগের তীব্রতা হ্রাস পায় তা-ও বর্ণনা করেছি। মহর্ষি পরাশর রাজযোগ নাম দিয়ে বেশীরভাগ শুভযোগের বর্ণনা করলেও, বরাহমিহিরাচার্য তাঁর ‘বৃহজ্জাতক’ গ্রন্থে শুভ বা অশুভযোগের ভিন্ন ভিন্ন নাম দিয়ে বহু শ্লোকের সন্নিবেশ করেছেন। এই গ্রন্থে যথাসম্ভব বিস্তারিতভাবে তার বর্ণনা ও ব্যাখ্যা করার চেষ্টা হয়েছে। নবজাত শিশুর জন্মলগ্ন পরীক্ষা সম্বন্ধে একটি ছোট্ট অধ্যায় এই গ্রন্থে স্থান পেয়েছে যার মূল্য জ্যোতিষীর কাছে অসাধারণ। বালারিষ্ট ও আয়ু বিচারের সংকেত সম্বন্ধে বিস্তারিত বলা হয়েছে। একখানি গ্রন্থে নানা প্রয়োজনীয় বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার জন্যই এই গ্রন্থ রচনার প্রথম ও প্রধান উদ্দেশ্য।