দুঃসাহসী সাংবাদিক টিনটিনের স্রষ্টা হিসেবে বিশ্বসাহিত্যের ইতিহাসে অমর হয়ে থাকবেন ফরাসি কার্টুনশিল্পী অ্যার্জে ওরফে জর্জ প্রস্পের রেমি। ক্যাপ্টেন হ্যাডক, প্রফেসর ক্যালকুলাস, জনসন-রনসন, বিয়াঙ্কা ক্যাস্তাফিওরদের মত স্মরণীয় চরিত্রের ভিড় এবং হাস্যরস আর রহস্যরোমাঞ্চের জমাটি মিশেলে টিনটিনের অ্যাডভেঞ্চারনামা বিংশ শতাব্দীর গোড়া থেকে শুরু করে আজও সমান জনপ্রিয়। এযাবৎ একশোটিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে অ্যার্জের টিনটিন। বাংলা ভাষায় টিনটিনের একমাত্র প্রকাশক আনন্দ পাবলিশার্স। সূর্যদেবের বন্দি, মমির অভিশাপ, চাঁদে টিনটিন, পান্না কোথায়, তিব্বতে টিনটিন, কালো সোনার দেশে, নীলকমল, লোহিত সাগরের হাঙর, ফারাওয়ের চ�... See more
দুঃসাহসী সাংবাদিক টিনটিনের স্রষ্টা হিসেবে বিশ্বসাহিত্যের ইতিহাসে অমর হয়ে থাকবেন ফরাসি কার্টুনশিল্পী অ্যার্জে ওরফে জর্জ প্রস্পের রেমি। ক্যাপ্টেন হ্যাডক, প্রফেসর ক্যালকুলাস, জনসন-রনসন, বিয়াঙ্কা ক্যাস্তাফিওরদের মত স্মরণীয় চরিত্রের ভিড় এবং হাস্যরস আর রহস্যরোমাঞ্চের জমাটি মিশেলে টিনটিনের অ্যাডভেঞ্চারনামা বিংশ শতাব্দীর গোড়া থেকে শুরু করে আজও সমান জনপ্রিয়। এযাবৎ একশোটিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে অ্যার্জের টিনটিন। বাংলা ভাষায় টিনটিনের একমাত্র প্রকাশক আনন্দ পাবলিশার্স। সূর্যদেবের বন্দি, মমির অভিশাপ, চাঁদে টিনটিন, পান্না কোথায়, তিব্বতে টিনটিন, কালো সোনার দেশে, নীলকমল, লোহিত সাগরের হাঙর, ফারাওয়ের চুরুট, ক্যালকুলাসের কাণ্ড-র মত জনপ্রিয় টিনটিনের অভিযানগুলি বাংলার পাঠকের হাতে পৌঁছেছে আনন্দ-র হাত ধরেই।